দেবলীনা নন্দী বর্তমানে Intel Corporation-এ integration engineer হিসেবে কর্মরত। দেবলীনার পড়াশোনা পদার্থবিদ্যা নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা নিয়ে ব্যাচেলর্স ডিগ্রী-র পর দেবলীনা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স, ব্যাঙ্গালোর, এবং পরবর্তীকালে আমেরিকা-র ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় গবেষণা করে। দেবলীনা-র পিএইচডি গবেষণা ছিল ‘ইন্টিজার কোয়ান্টাম হল এফেক্ট’ নিয়ে। গবেষণা ছাড়াও দেবলীনা বিভিন্ন সামাজিক প্রশ্ন — যেমন মহিলাদের কীভাবে বিজ্ঞান করতে আরো উদ্বুদ্ধ করা যায় — এই ধরণের বিষয়ে উৎসাহী।