ক্লিফ স্টল পেশায় জ্যোতির্বিদ্যার গবেষক কিন্তু তার খ্যাতি সম্পূর্ণ এক ভিন্ন ক্ষেত্রে। ১৯৮৬-তে উনি লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরি-তে কাজ করার সময় এক রুশ হ্যাকার-কে পাকড়াও করেছিলেন। ওনার এই কীর্তিটাকে ডিজিটাল ফরেনসিকস্-এর একটি শুরুর কেস হিসেবে ধরা হয়। পরবর্তীকালে উনি গণিত শিক্ষক হিসেবে খ্যাতিলাভ করেন। ওনার অসংখ্য অঙ্ক-সংক্রান্ত ইউটিউব ভিডিও এখানে পাবেন। একটা মজার গল্প হলো: আপনি যদি কাচ-এর ক্লাইন বোতল কিনতে চান, উনি তারও ব্যবস্থা করে রেখেছেন। নিজের বাড়ি থেকেই একটা কারখানা খুলেছেন। ক্লাইন বোতল হলো অঙ্কের জগতের এক অদ্ভুতুড়ে বাসিন্দা। আপনি ওই বোতলের পিঠে হাঁটতে হাঁটতে এমন পথ নিতে পারেন যাতে শুরুর বিন্দুতে ফিরে এলে আপনি শুরুর অবস্থার তুলনায় একেবারে উল্টে যাবেন।