বেনি শিলো
(Weizmann Institute of Science)
- অধ্যাপক বেনি শিলো ডেভেলপমেন্টাল বায়োলজি-র জগতে খুবই পরিচিত নাম। ১৯৭৮ সালে উনি ইজরায়েল-এর হিব্রু ইউনিভার্সিটি-তে এমএসসি এবং পিএইচডি করেন, এবং পরবর্তীকালে MIT-তে পোস্টডক্টরাল গবেষণা করেন। এই গবেষণার শেষের দিকেই উনি দেখান, যে ডিএনএ ক্রমবিন্যাসগুলো মেরুদণ্ডীদের জিনোম-এ বসে প্রোটো-অংকজিন-এর জন্ম দেয়, সেগুলোকে ফলের মাছির (Drosophilla) মধ্যেও পাওয়া যায়। তারপর জীবনের বেশিরভাগটাই কাটান কোষের মধ্যে যোগাযোগব্যবস্থাগুলোকে (signalling pathways) খুঁজে বার করতে এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করতে। বর্তমানে উনি কম্পিউটেশনাল বায়োলজিস্টদের সাথে হাত মিলিয়ে গণনার মাধ্যমে বোঝার চেষ্টা করছেন ভ্রূণর নকশাটা আসলে কিভাবে তৈরী হয়।