আশীষ লাহিড়ী বিজ্ঞানের ইতিহাস, বিজ্ঞানের দর্শন ও সাহিত্য নিয়ে অনেকগুলি ইংরেজি ও বাংলা বই লিখেছেন। এশিয়াটিক সোসাইটি, ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম্স-এ বিজ্ঞানের ইতিহাস পড়িয়েছেন। বর্তমানে উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER) কলকাতায় বিজ্ঞানের ইতিহাস ও দর্শন বিষয়ে আমন্ত্রিত শিক্ষক। উনি J.D. Bernal-এর Science in History বইটা বঙ্গানুবাদের জন্য বিশেষভাবে পরিচিত। উনি আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ও ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পুরস্কারে ভূষিত হয়েছেন।