অরুণিমা রায়
(University of Wuerzburg)
- অরুণিমা রায় উরুজবার্গ বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। তিনি মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের প্রভাব, বিষেশত একাগ্রতা -ঘাটতি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার-এক্টিভিটি ডিসঅর্ডার (এডিএইচডি) নিয়ে গবেষণা করেন। ল্যাবে না থাকলে তাকে পাওয়া যায় কম্পিউটার গেম খেলায় অথবা উপন্যাস লেখার চেষ্টায়। তিনি বিজ্ঞান নিয়ে প্রচারে বিশেষ উৎসাহী এবং আশা করেন, কোন এক দিন, তিনি 'ক্রিস্পর' ও 'কাস' নাম দুটি কুকুর পুষবেন।