অর্ক সাঁতরা
(Weizmann Institute of Science)
- অর্ক সাঁতরা বর্তমানে ইজরায়েল এর ওয়াইজম্যান ইন্সিটিউট অফ সায়েন্সে কণা পদার্থবিদ্যা নিয়ে গবেষণারত। গবেষণার বিষয় ডার্ক ম্যাটার বা কৃষ্ণ পদার্থ। গবেষণার প্রয়োজনে Fermilab, CERN ও DESY তে যাতায়াত। পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, IIT কানপুর ও ফ্লোরিডা রাজ্য বিশ্ববিদ্যালয়ে। ক্রিকেট, ইতিহাস, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি - নানা বিষয় নিয়ে পড়া আর নানা জায়গায় ঘোরার ফাঁকে ফাঁকে গবেষণা করার চেষ্টা করে। সংখ্যা ও বাংলা গান ভালবাসা অর্ক 'পদক্ষেপ' স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য।