অনির্বিৎ
(University of Pennsylvania)
- অনির্বিৎ গাণিতিক তত্ত্ব নিয়ে চর্চা করে থাকেন। ডিপ লার্নিং নেটওয়ার্ক-এর ম্যাজিকের পিছনে কি তাত্ত্বিক ব্যাখ্যা বা প্রমাণ থাকতে পারে, সেই খোঁজ করাই ওনার গবেষণার উদ্দেশ্য। চেন্নাই ম্যাথমেটিকাল ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ডিগ্রী এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ থেকে মাস্টার ডিগ্রী করার পর অনির্বিৎ আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন। বর্তমানে গবেষণা করছেন Wharton, University of Pennsylvania-তে। এছাড়াও ওনার গণিতে দক্ষতাকে কিভাবে ভারতবর্ষের বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার সমাধানে লাগানো যায়, সেই নিয়েও উনি ভাবনাচিন্তা করছেন।