অনির্বাণ চৌধুরী বর্তমানে আইবিএম-এর একজন বিজ্ঞানী। এর আগে তিনি ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর কোয়ান্টাম কম্পিউটিং এবং কম্বিনেটরিকস অ্যান্ড অপ্টিমাইজেশন বিভাগের পোস্টডক্টরাল ফেলো ছিলেন। তিনি প্রধানত কোয়ান্টাম অ্যালগরিদম, কোয়ান্টাম সিমুলেশন, হ্যামিল্টোনিয়ান কমপ্লেক্সিটি এবং কোয়ান্টাম মেনি-বডি সিস্টেমের ক্লাসিকাল সিমুলেশন নিয়ে গবেষণা করছেন।