ডঃ আনন্দ মোহন চক্রবর্তী ইউনিভার্সিটি অফ ইলিনয়েস এর ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ও ইমিউনলজির বিশিষ্ট অধ্যাপক। আমেরিকায় বায়োটেকনোলজি ও টেকনোলজি ট্রান্সফার এর পলিসির তিনি একজন উপদেষ্টা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে ১৯৮০ সালে ডঃ চক্রবর্তী সিউডোমোনাস ব্যাক্টিরিয়াকে অয়েল ইটিং ব্যাক্টিরিয়াতে রূপান্তরিত করেন। এই গবেষণার জন্য তিনি আমেরিকাতে সর্বপ্রথম জিনগত ভাবে পরিবর্তিত জীব(genetically modified organism) এর ওপর পেটেন্ট পান। এছাড়াও এই গবেষণার জন্য তিনি আমেরিকা সরকারের তরফ থেকে অনেক পুরস্কার পান। ২০০৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধি প্রদান করে। বর্তমানে তাঁর গবেষণার মুখ্য উদ্দেশ্য ব্যাকটিরিয়ার প্রোটিন থেকে মারণ রোগ ক্যান্সারের পার্শ্ব-প্রতিক্রিয়াবিহীন ওষুধ তৈরি করা যা ক্যান্সার সারিয়ে তুলতে এবং ক্যান্সার প্রতিরোধ করতেও সক্ষম।