আষিক খুদাবক্শ
(Carnegie Mellon University)
- আষিক খুদাবক্শ কার্নেগী মেলন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে পি এইচ ডি করছেন। গবেষণার বিষয় মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গবেষণার বাইরে আষিক সাংবাদিকতা, কাব্য ও সঙ্গীতচর্চা করেন। সুরকার ও গীতিকার হিসেবে কাজ করেছেন ভারতীয় মার্গসঙ্গীতের উল্লেখযোগ্য কিছু তরুণ শিল্পীর সঙ্গে। প্রকাশিত কবিতার বই দুটিঃ ঘুম নামের পাহাড় ও বরফবন্দীর ডায়েরি।