আচ্ছা বলো তো, পুকুরে হাবুডুবু খাওয়া ভাইকে বাঁচাতে কি তুমি জীবনের ঝুঁকি নিয়ে জলে ঝাঁপিয়ে পড়বে? প্রথমে শুনে মনে হতে পারে, “অবশ্যই, ভাই ডুবে যাচ্ছে, বাঁচাব না?” কিন্তু একটু ভাবলেই পরিষ্কার হবে যে, উত্তরটা নির্ভর করবে জলে ডুব দিলে কতটা রিস্ক আছে, তার উপর। কেউ যদি জানে যে জলে এমন স্রোত যে ঝাঁপ দিলেই সাক্ষাৎ মৃত্যু, তাহলেও কি সে ঝাঁপ দেবে? এই যে স্বার্থপরতা বা স্বার্থশূন্যতা এ কি একান্তই ব্যাক্তিগত বৈশিষ্ট্য? নাকি বিবর্তনের নিয়ম মেনে কোন প্রজাতির মধ্যে এটা কম বা বেশি থাকতে পারে? এর পেছনে কি আছে কোন বৈজ্ঞানিক তত্ত্ব?
https://bigyan.org.in/2015/07/darwin-problem/