কম্পিউটার এককালে ছিল গণনার মাধ্যম, এখন মানুষের বুদ্ধির সাথে পাল্লা দিয়ে উঠছে সে। যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (সংক্ষেপে এ আই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা ওঠে, অনেকরকম সম্ভাবনার কথা মাথায় আসে। কিন্তু বাস্তবে একটা কম্পিউটারের মতো যন্ত্র কতটা বুদ্ধিমত্তার প্রদর্শন করতে পারে?
https://bigyan.org.in/2020/02/28/ai-nature-and-application/