একে অপরের সাথে যোগাযোগে আর প্রকৃতির সাথে যোগাযোগে চলতে থাকে প্রাণের খেলা। তারই কিছু ঝলক রইলো ফেব্রুয়ারী মাসের ক্যুইজে (লিঙ্ক নিচে)।
জানুয়ারী মাসের ক্যুইজের সঠিক উত্তর –
প্রশ্ন 1 – এক ধরণের ব্যাঙের ছাতা। আরও জানতে – মাশরুমের মজলিসে
প্রশ্ন 2 – পথ 2 । আরও জানতে ব্রাকিস্টোক্রোন সমস্যা: গোড়ার কথা
প্রশ্ন 3 – এই ছবিতে রঞ্জক পদার্থের জন্য রং দেখাচ্ছে না। ‘সাদা কালো’ ফটোগ্রাফি হলেও সিলভার আয়োডাইডের কণায় আলোর বিচ্ছুরণ (scattering) হয়ে রং তৈরি করছে। প্রথম ক্যামেরাদের আজব গল্প লেখাতে ধরা রয়েছে ড্যাগেরোটাইপ বলে প্রথম দিকের এই ফটোগ্রাফির মজার ইতিহাস।
প্রশ্ন 4 – ময়ূরের পেখমে আগে থাকতে রং করা নেই। আলো এসে যেভাবে পড়ে আমাদের চোখে আসছে, সেই অনুযায়ী বিভিন্ন রং দেখি। এখানেও রঞ্জক ছাড়া রঙের সৃষ্টি হচ্ছে ময়ূরের ডানায় থাকা সূক্ষ্ম নকশার জন্য, যা থেকে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের অর্থাৎ নির্দিষ্ট রঙের আলো বিচ্ছুরিত হয়ে দর্শকের চোখে পৌঁছচ্ছে। ময়ূরের পেখমে রংছটার রহস্য লেখাতে রয়েছে সেই রহস্য।
সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন – Avishek Mallick, ‘Newton82’, Subhendu Pal। এছাড়াও বাকী অনেকে অংশত সঠিক উত্তর দিয়েছেন। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।