07 May 2023 print mode
পদার্থবিদ্যার কিছু বিস্ময় সাক্ষাৎকার
07 May 2023 print mode
পদার্থবিদ্যার কিছু বিস্ময় সাক্ষাৎকার
সৌমিক যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ B.E করার পরে Institute for Quantum Computing, University of Waterloo (Canada)-তে কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স করেছেন। বর্তমানে University of Chicago-তে কোয়ান্টাম কমপ্লেক্সিটি থিওরি নিয়ে PhD করছেন।
শৌর্য যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ B.E করার পরে University of Waterloo -তে Vision Science and Systems Design Engineering নিয়ে মাস্টার্স করেছেন। বর্তমানে University of Illinois, Urbana-Champaign এ Electrical Engineering Department এ মেডিক্যাল ইমেজিং ও মেশিন লার্নিং নিয়ে PhD করছেন।
বিজ্ঞান-এ প্রকাশিত লেখার মৌলিকত্ব, তথ্যের যথার্থতা এবং মতামত সম্পূর্ণভাবে লেখকের দায়িত্ব। লেখায় ভুলত্রুটি বা আপত্তিকর কোন বিষয় বা কপিরাইটেড ছবির অনুপযুক্ত ব্যবহার চোখে পড়লে নিচের comments-এ বা email-এ ([email protected]) জানাতে পারেন।
আপনাকে ইমেইল শুধুমাত্র Bigyan.Org.In এর খবরাখবর পাঠানোর জন্য ব্যবহৃত হবে। আপনার তথ্য আমাদের কাছে সুরক্ষিত।