নতুন প্রবন্ধের সাথে ‘বিজ্ঞান’-এ থাকছে অতীতের বহু বিজ্ঞানী এবং বিজ্ঞানপ্রেমীর লোকরঞ্জনের জন্য লেখা বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধের সংকলন।
বিজ্ঞানের এই বৈদ্যুতিন প্রবন্ধ সংগ্রহ গড়ে তুলতে যারা বিশেষ ভাবে সহযোগিতা করেছেন দক্ষেপ স্বেচ্ছাসেবী, অনির্বান গঙ্গোপাধ্যায়, সৌভিক ঘোষাল, দীপেন্দ্র নাথ বসু, দেবীশ্রী রায়, অমৃতা ঘোষ, পার্থ আঢ্য, অনিন্দিতা সরকার, অরুময় চ্যাটার্জ্জী, অমলেশ রায়, শারমিন খালেক, দেবমাল্য ঘড়াই।
গোপালচন্দ্র ভট্টাচার্যের অনলাইন সংকলনের জন্যে সম্মতি জানিয়ে এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন গোপালচন্দ্র ভট্টাচার্যের পুত্রবধূ শুভা ভট্টাচার্য, দৌহিত্রী মালা চক্রবর্ত্তী, গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান প্রসার সমিতির সম্পাদক দীপক কুমার দাঁ এবং আকাশবাণী কলকাতার মানস প্রতিম দাস। কৃতজ্ঞতা স্বীকার : দে’জ পাবলিশিং এবং বঙ্গীয় বিজ্ঞান পরিষদ।
আপনাকে ইমেইল শুধুমাত্র Bigyan.Org.In এর খবরাখবর পাঠানোর জন্য ব্যবহৃত হবে। আপনার তথ্য আমাদের কাছে সুরক্ষিত।