প্রাণী জগতে এমন কিছু সদস্য আছে যারা নিঃস্বার্থ ভাবে নিজের সমাজের জন্য জীবন ব্যয় করে। যেমন কর্মী মৌমাছি, এরা প্রজনন করতেই পারেনা। তাহলে তো ডারউইন সাহেবের মতে এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা। কি, তাই তো? কিন্তু এরা দিব্বি টিকে আছে পৃথিবীতে। কী করে? এ জটিল ধাঁধার উত্তর কী?
11 Oct 2022