03 July 2023
‘বিজ্ঞান’ (bigyan.org.in) একটি পপুলার সায়েন্সের পত্রিকা, যেখানে আধুনিক বিজ্ঞান-প্রযুক্তি-গবেষণার উপর সহজ বাংলায় লেখা ছাপা হয়। এটার পরিচালনায় রয়েছে Bigyan Inc. (A 501(c)(3) non-profit organization)।
‘বিজ্ঞান’ একাধিক ফ্রীল্যান্সারের সাথে কাজ করতে ইচ্ছুক। কাজ ও আপনার অভিজ্ঞতা/যোগ্যতার উপর নির্ভর করে পারিশ্রমিক আলোচনাসাপেক্ষ। উপযুক্ত Freelancer না পাওয়া পর্যন্ত এই খোঁজ চলতে থাকবে।
“বিজ্ঞান”-এ দু’ধরণের কাজ আছে। নিচে প্রতিটা কাজের বর্ণনার পর লিঙ্ক দেওয়া আছে Application-এর জন্য।
কাজের বর্ণনা – সাক্ষাৎকার ও অন্যান্য ভিডিও এডিট করে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা। উদাহরণ হিসাবে এই লাইভ আড্ডা/সাক্ষাৎকারটি দেখতে পারেন।
এই কাজের জন্য প্রয়োজনঃ
যোগ্যতা – Video editing-এর অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব কম্প্যুটার ও ইন্টারনেট থাকতে হবে। বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকার পাবেন।
বিভিন্ন স্কুলের ও অন্যান্য রীডিং বোর্ডের উপযুক্ত আকর্ষণীয় পোস্টার তৈরি করার জন্য ডিজাইনার/illustrator প্রয়োজন। বৈজ্ঞানিক কন্টেন্ট ‘বিজ্ঞান’-এর পক্ষ থেকে দেওয়া হবে, সেগুলো থেকে সুন্দর পোস্টার তৈরি করতে হবে freelancer-কে।
যোগ্যতা – Digital art -এর অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব কম্প্যুটার ও ইন্টারনেট থাকতে হবে।
বৈজ্ঞানিক লেখার উপর ভিত্তি করে সহজ এবং আকর্ষণীয় ছবি তৈরি করা। উদাহরণ হিসেবে নিচের দেওয়া লিংকের লেখাগুলোর illustration দেখতে পারেন।
১. প্রতিক্রিয়া আর টানের ব্যাখ্যা: কিছু জটিল সমস্যা
২. প্রতিক্রিয়া আর টান-এর ব্যাখ্যা
আমরা কী আশা করছি – আমাদের উদ্দেশ্য হলো বিজ্ঞান-এর illustration এর মান আরো উন্নত করা। ভবিষ্যতে কী ধরণের ছবির মান আমরা আশা করছি সেইটার একটা ধারণা নিচের লিংকগুলো থেকে পাবেন।
https://www.quantamagazine.org/ai-model-links-smell-molecules-with-metabolic-processes-20221010/
https://www.quantamagazine.org/tag/the-joy-of-why
যোগ্যতা – Digital art -এর অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব কম্প্যুটার ও ইন্টারনেট থাকতে হবে। বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকার পাবেন।
Apply from the link below
কাজের বর্ণনা – বিজ্ঞানীদের সাথে সাক্ষাৎকারের ভিত্তিতে ছোট লেখা তৈরী করতে হবে। একটি সাক্ষাৎকারের প্রতিলিপিকে (transcript) কয়েকটা ছোট অংশে ভেঙ্গে একটি বা একাধিক এরকম লেখা বানানো যেতে পারে।
এই কাজের জন্য প্রয়োজনঃ
যোগ্যতা – বিজ্ঞানের কোনো বিষয়ে স্নাতক ডিগ্রী থাকলে ভালো। কোনো টেকনিকাল বিষয়ে লেখার পূর্ব অভিজ্ঞতা থাকলে এবং বিশেষ করে বাংলায় লেখার অভিজ্ঞতা থাকলে খুব ভালো হয়।
এছাড়া একটা ছোট exercise করতে হবে। আপনি নিচে লিঙ্ক দেওয়া সাক্ষাৎকারটির প্রথম মিনিট দশেক দেখে তার ভিত্তিতে কয়েকটা প্যারাগ্রাফ তৈরী করে আমাদের পাঠান। শুধুমাত্র ট্রানস্ক্রিপ্ট লিখে পাঠাবেন, না গল্পচ্ছলে লিখবেন – সেটা আপনার উপরে। লেখাটিতে মূল আলোচনার বৈজ্ঞানিক বিষয়টা যেন উঠে আসে, এবং একজন সাধারণ পাঠকের যেন পড়তে আগ্রহ আসে।
যদি আপনার লেখা আমাদের পছন্দ হয়, তাহলে আমরা পরবর্তী আলোচনা করতে পারি।
Apply from the link below
email us for queries: [email protected]