সেপ্টেম্বর মাসের ক্যুইজ ছিল রামধনু-এর উপর। সঠিক উত্তরগুলো হল –
প্রশ্ন 1 – হ্যাঁ, তবে এটি খুব ফিকে হয় এবং প্রায় সাদা দেখায়।
প্রশ্ন 2 – সূর্যের আলো বায়ুমন্ডলে ঢুকে জলকণার ভেতর প্রতিসরিত ও প্রতিফলিত হয়। আলোর বিভিন্ন রং বিভিন্ন কোণে বেঁকে দর্শকের চোখে আসে।
প্রশ্ন 3 – নিচে লাল, উপরে বেগুনি – রঙের ক্রম উল্টে যায় ।
প্রশ্ন 4 – প্রতিটি ফোঁটা থেকে কেবল একটি নির্দিষ্ট রঙই আমাদের চোখে পৌঁছায় ।
প্রশ্ন 5- সূর্যালোক মেঘের মধ্যে জলকণায় ছিটকে রামধনু তৈরি করেছে। আর, তার মাঝখানে প্লেনের ছায়া পড়েছে মেঘের উপর।
রামধনু নিয়ে বিজ্ঞান-এ লেখা ও পোস্টার প্রকাশিত হয়েছে। যেমন, রামধনুর নানা বিস্ময়, রামধনুর বিস্ময়! দেওয়াল পত্রিকা ইত্যাদি। সব কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন Arunachal Dutta Choudhury, Piu Mandal, Swapna Dutta, MD.WASIM AKRAM – অনেক অভিনন্দন জানাই। এছাড়াও বাকী অনেকে অংশত সঠিক উত্তর দিয়েছেন। সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ।
