অগাস্ট মাসের ক্যুইজ ছিল শূন্য-এর উপর। সঠিক উত্তরগুলো হল –
প্রশ্ন 1 – অজানা
প্রশ্ন 2 – বিন্দুর মতো
প্রশ্ন 3 – ব্রাহ্মস্ফুট সিদ্ধান্ত
প্রশ্ন 4 – ব্যাবিলনীয় সভ্যতা
প্রশ্ন 5- চতুর্ভুজ মন্দির, গোয়ালিয়র দুর্গ (ভারত)
শূন্য -এর উপর বিজ্ঞান-এ লেখা ও live আলোচনা প্রকাশিত হয়েছে। যেমন, শূন্য, শূন্যকথা – অধ্যাপক পার্থসারথি মুখোপাধ্যায় ইত্যাদি। সব ক’টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন Somnath Saha, Piu Mandal, Souhardya Bisai, Swapna Dutta – অনেক অভিনন্দন জানাই। এছাড়াও বাকী অনেকে অংশত সঠিক উত্তর দিয়েছেন। সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ।