জুন মাসের ক্যুইজ ছিল দৈনন্দিন জীবনে রসায়ন -এর উপর। সঠিক উত্তরগুলো হল –
প্রশ্ন 1 – পেঁয়াজ কাটার সময় সালফারযুক্ত এক ধরনের গ্যাস নির্গত হয়, যা চোখে গিয়ে জ্বালা সৃষ্টি করে এবং অশ্রু তৈরি করে।
প্রশ্ন 2 – উপরোক্ত সবগুলো।
প্রশ্ন 3 – সার্ফেকট্যান্ট ।
প্রশ্ন 4 – সাবান জলের পৃষ্ঠটান কমিয়ে দেয়, ফলে জল সহজে ছড়িয়ে পড়ে এবং তেল-চিটে জিনিসে মিশে যেতে পারে।
প্রশ্ন 5- বৃষ্টির জল মাটির শুষ্ক স্তরে পৌঁছে থাকা Streptomyces ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন জিওস্মিন নামক ভাসমান অণুকে মুক্ত করে, যা বাতাসে ছড়িয়ে পড়ে ।
দৈনন্দিন জীবনে রসায়ন -এর উপর বিজ্ঞান-এ অনেক লেখা ও কমিক্স প্রকাশিত হয়েছে। যেমন, সাবান : জলে তাজা মাথা, তেলে তাজা লেজা, পেঁয়াজি, সোঁদা গন্ধ ইত্যাদি। সব কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন Sayan Dash, Swarajit Dhar, Uttam Das, Jishnu Das, Souhardya Bisai, Piu Mandal, Debjeet jash, Shreejita – অনেক অভিনন্দন জানাই। এছাড়াও বাকী অনেকে অংশত সঠিক উত্তর দিয়েছেন। সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ।