মার্চ মাসের ক্যুইজের প্রশ্নগুলি ছিল প্রকৃতিতে রঙের উপর। সঠিক উত্তরগুলি হল –
প্রশ্ন 1 – উপরে দেওয়া সবকটা উপায়েই।
প্রশ্ন 2 – আকাশ নীল কারণ নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং বায়ুমণ্ডলের অণুর দ্বারা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে।
প্রশ্ন 3 – সাবানের বুদ্বুদের পাতলা স্তরের উপরের তল থেকে আলোর প্রতিফলন হয়, আবার ভেতরের তল থেকেও হয়। এই দুই প্রতিফলিত আলোর গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচারের (constructive or destructive interference ) কারণেই এই রং আমরা দেখতে পাই।
প্রশ্ন 4 – আলোর রং বা তরঙ্গদৈর্ঘ্য তার শক্তির সাথে সম্পর্কিত। হলুদ রঙের আলোক কণার শক্তি লালের থেকে বেশি। লোহা যত গরম হয় ততই তার মধ্যেকার ইলেকট্রনগুলো আরও বেশী শক্তিস্তরে পৌঁছতে পারে। তাই প্রথমে লাল, পরে বেশি শক্তির হলুদ আলো বেরোয়।
প্রকৃতিতে রঙের খেলা নিয়ে অনেক লেখা প্রকাশিত হয়েছে bigyan.org.in-এ। রামধনুর রঙের রহস্য জানতে এই লেখাটা পড়তে পারেন। আবার এই প্রিন্ট-রেডি পোস্টারটাও দেখতে পারেন ও আপনি যদি স্কুল শিক্ষক হন, তো আপনার স্কুলে দেওয়াল পত্রিকা হিসাবে এটিকে ব্যবহার করতে পারেন। আরও কিছু লেখা – গিরগিটি কিভাবে রং বদলায়, ময়ূরের পেখমে রংছটার রহস্য, প্রকৃতির রঙ বাহার।
সব কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন Tanmoy Dutta, Arpan Dutta, Arjita, Uttam Das, Liman Kumar Das, Soham Samanta, Debranjan Das, Souhardya Bisai, R.Das। অনেক অভিনন্দন জানাই। এছাড়াও বাকী অনেকে অংশত সঠিক উত্তর দিয়েছেন। সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ।