ফেব্রুয়ারী মাসের ক্যুইজের সঠিক উত্তর –
প্রশ্ন 1 – দেহের মধ্যে কোনোভাবে একটা ঘড়ি রয়েছে, যেটার একটা চক্র সম্পূর্ণ হলে ঘুমোনোর সিগনাল দেয়। আরও জানতে – দেহের ঘড়ি কি দিন-রাতের ছন্দ চেনে?
প্রশ্ন 2 – না, কারণ আমাদের দেহের ঘড়ির ছন্দ সূর্যের ওঠানামার ছন্দের থেকে আলাদা । আরও জানতে – দেহের ঘড়ির ছন্দ নির্ণয়।
প্রশ্ন 3 – অনেকদিন ধরে প্র্যাক্টিস করেছে। জোনাকি বাবা মা বাচ্চাদের ট্রেনিং দেয়। আরও জানতে – জোনাকিদের তালিম দেয় কে?
প্রশ্ন 4 – বুদ্বুদের পৃষ্ঠতলে (surface-এ) শক্তি জমা থাকে। আরও জানতে – পৃষ্ঠতল ও তার শক্তি।
সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন – Tanmoy Dutta, Ahana Mishra, Mainak Khan, suprovoray, Arjita। অনেক অভিনন্দন জানাই। এছাড়াও বাকী অনেকে অংশত সঠিক উত্তর দিয়েছেন। সকলের জন্য রইল শুভেচ্ছা ও ধন্যবাদ।