6 মে 2024
গরমের ছুটি তো শুরু হয়ে গেল। যদিও এই দুর্ধর্ষ জ্বালাময়ী গরমের ঠেলায় বাইরে বেরোনো ভার। তবুও, ছুটি তো! আর ছুটি মানেই বেশ খানিকটা অবসর। সোশ্যাল মিডিয়ায় সমস্ত অবসরটা খরচ না করে চারপাশের প্রকৃতির নানান কার্যকলাপ লক্ষ্য করার মধ্যে যে আনন্দ সেইটা একটু উপভোগ করা যাক, অবশ্যই রোদের অসহ্য তাপ থেকে শরীরকে বাঁচিয়ে।
প্রিয় পাঠকবন্ধুরা, তোমাদের আহ্বান করছি ‘বিজ্ঞান’-এর দরবারে তোমাদের আশেপাশের প্রকৃতি থেকে নানা পর্যবেক্ষণ পাঠাতে। পাঠাতে পারো লেখা, ছবি, বা ভিডিও। তোমাদের পাঠানো লেখা, ছবি, ভিডিও থেকে সম্পাদকমন্ডলীর পছন্দের কয়েকটি নমুনা পুরস্কৃত হবে ও ‘বিজ্ঞান’-এর পাতায় ছাপা হবে। লেখা, ছবি, বা ভিডিও পাঠানোর আগে নিচে দেওয়া নিয়মগুলো একটু পড়ে নিও।
কী ধরণের লেখা, ছবি বা ভিডিও পাঠাতে হবে
এই প্রতিযোগিতার উদ্দেশ্য, তোমার চারিপাশের প্রকৃতিকে তুমি কতটা লক্ষ্য করেছো, সেইটা দেখা। তাই প্রতিযোগিতায় গণ্য হতে গেলে কয়েকটা নিয়ম মানতে হবে:
- নিজের পর্যবেক্ষণের ভিত্তিতে লেখা এবং নিজের তোলা ছবি বা ভিডিও পাঠাতে হবে। পুরোটাই ইন্টারনেট ঘেঁটে পাঠালে চলবে না। তবে যা দেখছো, সেটাকে আরো ভালোভাবে বুঝতে এবং তার বর্ণনা দিতে ইন্টারনেট-এর সাহায্য নিতে পারো।
- ছবি বা ভিডিও পাঠালে তার সংক্ষিপ্ত বর্ণনাও পাঠিও। সেই বর্ণনা থেকে যেন বোঝা যায় কিসের ছবি বা ভিডিও দেখা যাচ্ছে এবং কেন সেটা তোমার মজাদার বা আকর্ষণীয় মনে হয়েছে।
- যতটা বিশদে তোমার পর্যবেক্ষণ বর্ণনা করতে পারবে, পুরস্কারের সম্ভাবনা তত বেশি। লেখাগুলি অনধিক ৩০০ শব্দের মধ্যে হলে ভালো কিন্তু তার থেকে বেশি হলেও ক্ষতি নেই।
আগের পরিবেশ পর্যবেক্ষণ প্রতিযোগিতার ফলাফল জানতে এই পোস্টটা দেখো:
পরিবেশ পর্যবেক্ষণ: কিছু অসাধারণ নমুনা
পাঠানোর নিয়মাবলী
প্রতিযোগিতায় পাঠানোর কয়েকটা নিয়ম এখানে দেখে নিও:
- লেখা, ছবি, বা ভিডিও পাঠাতে হবে 31 শে জুলাই 2024-এর মধ্যে।
- ই-মেলে পাঠাও লেখা, ছবি, বা ভিডিও – [email protected] । তোমাদের নাম ও ঠিকানা উল্লেখ কর।
- ছবি গুলোর গুণমান কমপক্ষে 300 ডিপিআই আর ভিডিওটা যেন 1 মিনিটের বেশি সময়ের না হয়।
- ভিডিও পাঠাতে হলে, ভিডিওটিকে Youtube এ তুলে তার লিংক আমাদের পাঠালে ভালো। আর ছবি পাঠালে ছবির ক্যাপশন দিতে হবে। Youtube-এ ভিডিও তোলার পদ্ধতি দেখে নাও এই পাতায়: https://support.google.com/youtube/answer/57407 ।
- একেকজন কেবল একটা লেখাই পাঠাতে পারবে।
- থাকছে আকর্ষণীয় পুরস্কার। বিশদে জানতে বিজ্ঞান-এর পাতায় চোখ রাখো। সম্পাদকমন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত।
ছবির সূত্র: https://www.freepik.com/