বিজ্ঞান-এ পূর্ব প্রকাশিত লেখা অবলম্বনে এই শ্রুতিনাটকটি রচনা করা হয়েছে। মূল লেখাটি পড়তে হলে এখানে ক্লিক করুন।
প্রচ্ছদ : বনানী মন্ডল
21 Oct 2022 print mode
বিজ্ঞান-এ পূর্ব প্রকাশিত লেখা অবলম্বনে এই শ্রুতিনাটকটি রচনা করা হয়েছে। মূল লেখাটি পড়তে হলে এখানে ক্লিক করুন।
প্রচ্ছদ : বনানী মন্ডল
অমলেশ রায় বর্তমানে APSL, Bangalore-এ প্রসেস কেমিস্ট্রি বিভাগের কর্মী। ইতিপূর্বে SBPL, Goa এবং Sun Pharma, Ranbaxy Division-এ কর্মরত ছিলেন। ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট থেকে পোস্ট ডক এবং IACS কোলকাতা থেকে জৈব রসায়ন-এ পিএইচডি করেছেন।
ডঃ কাজী রাজীবুল ইসলাম কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর কোয়ান্টাম কম্প্যুটিং ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক। গবেষণার বিষয় – পরমশূন্য তাপমাত্রার কাছে পদার্থের অবস্থা এবং কোয়ান্টাম ইনফরমেশন। এর আগে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ও মেরীল্যান্ড বিশ্ববিদ্যালয়ে, এবং পোস্ট ডকটরাল গবেষণা করেছে এম.আই.টি-হার্ভার্ড সেন্টার ফর আল্ট্রাকোল্ড অ্যাটমস-এ। রাজীবুল https://bigyan.org.in (‘বিজ্ঞান’) এর সহ-প্রতিষ্ঠাতা।
সব্যসাচী বন্দোপাধ্যায় বর্তমানে AIIMS, New Delhi-তে একজন বিজ্ঞানী। বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত ছোঁয়াচে রোগ এবং ক্যান্সারের ক্ষেত্রে প্রোটিন রেগুলেশন নিয়ে কাজ করাই তাঁর গবেষণার মূল বিষয়। এর আগে উনি Indian Association for the Cultivation of Science থেকে রসায়নে Ph.D. করেছেন। তারপর Temple University এবং University of Pennsylvania থেকে পোস্টডক্টরেট করেছেন।
বিজ্ঞান-এ প্রকাশিত লেখার মৌলিকত্ব, তথ্যের যথার্থতা এবং মতামত সম্পূর্ণভাবে লেখকের দায়িত্ব। লেখায় ভুলত্রুটি বা আপত্তিকর কোন বিষয় বা কপিরাইটেড ছবির অনুপযুক্ত ব্যবহার চোখে পড়লে নিচের comments-এ বা email-এ ([email protected]) জানাতে পারেন।
আপনাকে ইমেইল শুধুমাত্র Bigyan.Org.In এর খবরাখবর পাঠানোর জন্য ব্যবহৃত হবে। আপনার তথ্য আমাদের কাছে সুরক্ষিত।