হাতে হাত রেখে চলি, প্রকৃতি রক্ষা করি: জলবায়ু পরিবর্তনের পৃথিবীতে সহমর্মিতা
কমিক্স-টা পুরো কম্পিউটার স্ক্রিন জুড়ে পড়তে -তে ক্লিক করে তারপর Enter full screen-এ ক্লিক করো।
18 Mar 2022 print mode
cartoon climate change science and society
সোমদত্তা কারক হায়দরাবাদ-এর সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি-র (CCMB) গণমাধ্যমে প্রচার বা পাবলিক আউটরীচ-এর দায়িত্ত্বে রয়েছেন। উনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণাকে জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করেন।
অর্ঘ্য মান্না একজন শখের কার্টুনিস্ট, বর্তমানে ভারতেই আছেন। উনি " 'Drawing History of Science (drawinghistoryofscience.wordpress.com)" নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম চালান যেখানে বিজ্ঞান, ইতিহাস এবং কার্টুন, নিজের তিনটে শখকেই একসাথে উনি মেলাতে পারেন।
বিজ্ঞান-এ প্রকাশিত লেখার মৌলিকত্ব, তথ্যের যথার্থতা এবং মতামত সম্পূর্ণভাবে লেখকের দায়িত্ব। লেখায় ভুলত্রুটি বা আপত্তিকর কোন বিষয় বা কপিরাইটেড ছবির অনুপযুক্ত ব্যবহার চোখে পড়লে নিচের comments-এ বা email-এ ([email protected]) জানাতে পারেন।
ঋত্বিক (তথ্যপ্রযুক্তি কর্মী)
ড: রূপক বর্ধন রায় (GE Healthcare, France), শৌর্য সেনগুপ্ত (UIUC), আশীষ লাহিড়ী (IISER, Kolkata)
প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী (কাঁথি প্রভাত কুমার কলেজ), সুভাষ চন্দ্র সামন্ত (IAPT)
আপনাকে ইমেইল শুধুমাত্র Bigyan.Org.In এর খবরাখবর পাঠানোর জন্য ব্যবহৃত হবে। আপনার তথ্য আমাদের কাছে সুরক্ষিত।