(উপরে ক্লিক করে পডকাস্টটি শোনা যাবে।)
বিজ্ঞানীরা মনে করেন কোয়ান্টাম কম্পিউটিং এমন এক প্রযুক্তি যা দিয়ে আগামী দিনে কি কি করা যেতে পারে সে সমন্ধে আমাদের এখনও কোন স্পষ্ট ধারণা নেই। যে সমস্ত জটিল বিষয় নিয়ে কাজ করতে আজকের কম্পিউটারের কোটি কোটি বছর সময় লেগে যেতে পারে সেই কাজ অনায়াসে সামলাতে পারবে এই প্রযুক্তি। এই নিয়ে বেশ কিছু সুন্দর ও সহজ লেখা প্রকাশিত হয়েছে আমাদের মাতৃভাষা বাংলায়। এই পডকাস্ট-এ আলোচিত বিষয়ের উপর বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো।
প্রশ্ন গুলোতে সরাসরি পৌঁছানোর সময় সূচী নিচে দেওয়া হল:
০:৩২– “কোয়ান্টাম কম্পিউটিং ব্যাপারটা কী?”
১:১২ – “কথা হচ্ছে কম্প্যুটার নিয়ে, সেখানে ক্লাসিকাল পদার্থবিদ্যা আর কোয়ান্টাম মেকানিক্স এলো কোথা থেকে?”
১:৪৬ – “Apple, Lenovo, Linux, Windows, এরা সবাই ক্লাসিক্যাল পদার্থবিদ্যার নিয়ম মেনে চলে?”
২:৩২ – “ছোট বস্তুর জগতের নিয়ম বলতে কি বোঝাতে চাইছ একটু ভেঙ্গে বলবে?”
৩:১৭ – “বিট একই সঙ্গে ০ ও ১? মানে একই সঙ্গে আছে এবং নেই? কিরকম ভূতুড়ে লাগছে না ব্যাপার টা!”
৩:৩৫ – “বিট একসাথে ০ বা ১ হতে পারে, এই ব্যাপারটার জন্য কোয়ান্টাম কম্প্যুটার কিকরে এত শক্তিশালী হয়ে যায়?”
৫:০৪ – “এই কদিন আগে আমার ল্যাপটপটা কিনেছি। সেটা কি তাহলে বদলাতে হবে?”
৫:৪৭ – “শুনেছি নাকি এটা দিয়ে পাসওয়ার্ড সহজে ক্র্যাক করা যায়?”
৬:১২ – “নিত্যপ্রয়োজনীয় কোন কোন জিনিসে এই কম্পিউটার কাজে লাগতে পারে?”
৮:০৬ – “বুঝব কি করে কোন কাজ কোয়ান্টাম কম্পিউটার ভালো করবে আর কোনটা ক্লাসিকাল?”
৮:৪৮ – “যারা এখন পড়ছে, তারা কি ভাবে এই বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে সে ব্যাপারে যদি একটু বল?”
বিশেষ উপদেষ্টাঃ রাজীবুল ইসলাম
Cover image: Google
তথ্যসূত্র ও অন্যান্য টুকিটাকি:
[১] কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে বিস্তারিত জানতে বিজ্ঞান-এ প্রকাশিত এই ধারাবাহিকটি পড়ুন।
Bapar ta sunte joto bhalo laglo thik toto tai gholate o laglo, mone holo thik kichui jano bhujlam na 😥
Achha quantum computer dekhte kamon hobe, sekhane cpu tpu esob thakbe naki onno dhoroner kichu akta, ar oi 0,1 aksathe thakbe mane thik bhujlam na, ar classical physics diye choto object er motion niye kano bola jai na? Abar boro object er khetre quantum mechanics kano kaj kore na? Amon kono theory nei ja diye dutoi bola jabe? Ar Feynman er oi kotha tar ortho tao bhujini…egulo ektu bolle bhalo hoto..aro bhalo hoi jodi kono bhodhojoggo boi er suggestion daoa jai… apatoto eto tukui janale hobe, dhonnobad