১।
দুনিয়ার কোনোখানে এক পায়ে দাঁড়িয়ে
 দক্ষিণে এক ক্রোশ গেলে তুমি মাড়িয়ে। 
 তারপর পুবে গেলে এক ক্রোশ হন হন 
 শেষমেশ উত্তরে এক ক্রোশ হন্টন। 
 এইবারে তুমি ঠিক হলে হতভম্ব, 
 যেইখানে শুরু ছিল সেখানেই সাঙ্গ!
 শুরুটা কোথায় ছিল প্রশ্নও সেইটাই , 
 মস্কো না হনলুলু, নাকি ছিলে সাংহাই?
(সূত্রঃ দুনিয়াটা গোল!)
২।
যদি দাও এক যোগ ডিগবাজি খাবে সে, 
 এমনি ভেলকি আছে কার সুখ পরশে?
(সূত্রঃ ৫ ডিগবাজি খেলে হয়ে যায় ১/৫)
৩।
১ থেকে লিখে ফেলো ২০১৮, 
 মুছে ফেলো দু’জনাকে, ছুটি চাই তাদেরও। 
 যাদেরকে মুছে দিলে তাদের বিয়োগ দাও,
 তারপর লিস্টিতে সেইটুকু লিখে নাও। 
 (তারপর ফের দুটো সংখ্যা কে মোছা যাক, 
 তাদের ফারাকটাও লিস্টিতে লেখা থাক।)
এই ভাবে লেখো মোছো লেখো মোছো বার বার, 
 শেষতক টিঁকবে যে শুধু তাকে দরকার। 
 যেই জন টিঁকে গেলো ভাগ দাও দিয়ে দুই, 
 কি পাবে তা বলো দেখি, ফেলে রেখে টইটই।
(সূত্রঃ যদি মোছো ৩ আর ৩৩, লিস্টিতে লেখা হোক |৩৩ – ৩| = ৩০)
ঋণ: শুভদীপ ঘোষ ভাষা পরিমার্জনে সাহায্য করেছেন।
ছবি: source


Good post…helping